আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশের জেলা-২ এর ৮৬ নম্বর ক্লাব এপেক্স ক্লাব অব গাজীপুরের ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান গেল ৩০ অক্টোবর ২০২১, শনিবার গাজীপুররস্থ শিববাড়ীতে স্কাইওয়ার্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান অতিথি এপেক্সিয়ান রুহুল মঈন চৌধুরী, ন্যাশনাল ভাইস-প্রেসিডেন্ট; বিশেষ অতিথি এপেক্সিয়ান আনিসুজ্জামান শাতিল, লাইফ গভর্নর এন্ড পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট; গেস্ট অব অনার এপেক্সিয়ান ফয়সাল সাহেদ সুমন, পিডিজি-২ ও এপেক্সিয়ান আব্দুল মতিন সিকদার, পিডিজি-১ ও পিএনওয়াইসিডি; অনুষ্ঠানে ন্যাশনাল অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান আদিল হায়দার সেলিম, পিডিজি-২।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার জেমাম আহমেদ, এনটি; এপেক্স-বাংলাদেশের জেলা-২ এর ২০২২ সনের জেলা গভর্নর প্রার্থী এপেক্স ক্লাব অব গাজীপুরের পাস্ট প্রেডিডেন্ট এপেক্সিয়ান সাজ্জাদুল হাসান ইলিয়াস, পাস্ট প্রেডিডেন্ট এপেক্সিয়ান আবদুল মালেক, পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মাহবুবুর রশিদ খান সবুজ, পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান এসএম হাফিজুল্লা, পাস্ট প্রেডিডেন্ট এপেক্সিয়ান আমিরুল ইসলাম সুমন, এপেক্স ক্লাব অব পল্লবীর পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান শাহীন হক।
বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মাহবুবুর রশিদ খান সবুজ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব গাজীপুরের সভাপতি এপেক্সিয়ান মো. রাব্বিব হাসান।
এজিএম অনুষ্ঠানে নিয়মিত মাসিক সেবা কার্যক্রমের অংশ হিসেবে চিকিৎসার জন্য দু’জন অসহায় রোগীকে আর্থিক সহায়তা করা হয়।
প্রাণবন্তু এই অনুষ্ঠানে ২০২২ সনের জন্য বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। এগারো সদস্য বিশিষ্ট বোর্ডের কর্মকর্তাবৃন্দ হলেন সর্ব এপেক্সিয়ান এডভোকেট মোক্তাদির হোসেন-প্রেসিডেন্ট, খন্দকার জাহিদুল ইসলাম মারুফ-সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মো. রফিকুল ইসলাম খান- জুনিয়র ভাইস প্রেসিডেন্ট, মো. রাব্বিব হাসান- ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট এন্ড এক্সপানশন ডিরেক্টর, মো. আক্তার হোসেন সুমন- সেক্রেটারি, নাজমুল হাসান সরকার রাসেল- ট্রেজারার, আবদুল মালেক- সার্ভিস ডিরেক্টর, মো. সেলিম পারভেজ- মেম্বারশিপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর, মাহবুবুর রশিদ খান সবুজ- ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন্স ডিরেক্টর, মো. মোহসিন হোসেন- পাবলিক স্পীকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এবং সিরাজুম মনির- সার্জেন্ট-এট-আর্মস।
এজিএম-এ উপস্থিত নেতৃবৃন্দ এপেক্স-বাংলাদেশের প্রায় ১৩০টি ক্লাবের মধ্যে এপেক্স ক্লাব অব গাজীপুরের সেবা কার্যক্রমসহ অন্যান্য সাংগঠনিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সামনের দিনগুলোতে এপেক্স-আন্দোলনকে এগিয়ে নিতে এপেক্স ক্লাব অব গাজীপুরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সবশেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
COMMENTS