গাজীপুর অনলাইন: দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় আরিফ নামে পিকআপচালকের সহকারী নিহত হয়েছে। রোববার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী অপর এক পিকআপচালক মো. আল আমীন জানান, পিকআপের কিছু অংশ কেটে ভেতর থেকে নিহত আরিফের মরদেহ বের করা হয়েছে।
গাজীপুরের নাওজোর হাইওয়ে থানার ওসি ওজায়ের আল মাহমুদ আদনান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে পিকআপের হেলপার নিহত হয়। তবে এ ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ও ট্রাক জব্দ করা হয়েছে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS