গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে হত্যা দিবস উপলক্ষে বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রউফ নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র এডঃ মোঃ জাহাঙ্গীর আলম।
পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যা এবং জেলাখানায় জাতীয় চার নেতার হত্যাকাণ্ড একই সুতায় গাঁথা বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
তিনি বলেছেন, ঘাতকরা স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে যেমন ইতিহাসের স্বাভাবিক গতিপথকে উল্টো পথে ঘুরিয়ে দেবার চেষ্টা করেছিল তেমনি জাতীয় চার নেতাকে হত্যা করে জাতিকে, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করে বাংলাদেশকে পাকিস্তানী আদলে পরিচালিত করতে চেয়েছিল।
জাহাঙ্গীর আলম বলেন, ‘বঙ্গবন্ধু ও চার নেতার হত্যাকাণ্ড এতটাই ঘৃণিত ও জঘন্য যে পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নেই। কিন্তু যারা চক্রান্ত করে, ঘৃণ্য কাজ করে তারা সফল হতে পারে না। ষড়যন্ত্র এখনও হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করছেন। দেশকে তিনি উন্নত রাষ্ট্রে পরিণত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর মতো তিনিও আমাদের আদর্শ, তার নেতৃত্বে দেশ অবশ্যই এগিয়ে যাবে।’
জেল হত্যার নেপথ্য কারিগরদের মুখোশ উন্মোচনসহ দন্ডপ্রাপ্তদের রায় দ্রুত কারযকরের দাবী জানায় বক্তারা।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS