এম এ কবির: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, গ্রামকে শহরে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে কোটি কোটি টাকা দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহযোগিতায় এই নগরকে আমরা একটি পরিকল্পিত নগরীতে পরিণত করতে যাচ্ছি। কিন্তু অনেক ষড়যন্ত্র ও অপপ্রচার রয়েছে এলাকায় যাতে কাজ করতে না পারি, যাতে এলাকা উন্নত না হয়। কোনো মিথ্যা, অভিনয় ও প্রতারণার মাধ্যমে কেউ কিছুই করতে পারবে না। উন্নয়ন আটকে রাখতে পারবে না। কিছু লোক যখন দেখলো এই নগরে ২১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছি, তখন পারসেন্টেস খাওয়ার জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে। বিগত পঞ্চাশ বছর ধরে এই এলাকার রাস্তাঘাট কেমন ছিল, তা আপনাদের জানা আছে। আর আমরা নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার পর মাত্র তিন বছরে যেভাবে পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড চলছে, ৪০ ফুট ৬০ ফুট করে রাস্তা প্রশস্ত করছি, সেটা আপনাদের সামনেই হচ্ছে।
আমরা চায়না-বাংলাদেশ এবং বুয়েট-ডুয়েট এর সহযোগিতায় একটি মাস্টার প্ল্যান তৈরি করে সবার জন্য বাসযোগ্য নগর গড়ে তুলতে দিনরাত কাজ করে যাচ্ছি। এই নগর গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন এবং সকলের সহযোগিতায়ই একটি পরিকল্পিত নগরী গড়ে তোলা সম্ভব হবে।
আজ শনিবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের উত্তর সালনা ও পোড়াবাড়ি এলাকায় দুটি ওয়ার্ডের ৩টি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
এসব অনুষ্ঠানে মেয়র জাহাঙ্গীর আলম ছাড়াও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহমেদ, মাওলানা মনজুর হোসাইন, এডভোকেট আমজাদ হোসেন বাবুল, মাজহারুল ইসলাম, সিটি কাউন্সিলর খোরশেদ আলম, মনির হোসেন, রফিক হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুর মহানগরে ২৯ কোটি টাকা ব্যয়ে তিনটি সংযোগ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র জাহাঙ্গীর আলম

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS