দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ঋণ বিতরণ, প্রশিক্ষণ সনদ ,যাতায়াত ভাতা বিতরণ , বৃক্ষরোপণ, প্রশিক্ষণ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার ১ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠান হয় ।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি , উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবাইয়া ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি এ এফ এস নাসিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ সহ বিভিন্ন এলাকার প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন ।
পরে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি মাশরুম রান্না করে প্রশিক্ষনার্থীদের উৎসাহীত করেন। পরে ১৭ জন যুবদের মাঝে বিভিন্ন ট্রেডে ৭ লাখ ৪০ হাজার টাকা ঋণ রিতরণ করেন।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS