গাজীপুর সদর উপজেলায় ৪ বছর আগে পিরুজালী ইউনিয়নের
স্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মাণ করা হলেও মা সমাবেশের মাধ্যমে পিরুজালী
এলাকার স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম চালু করা হলো গত বুধবার থেকে।
গাজীপুর
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক
তানভীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর- ৩ আসনের
এমপি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ।
বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান
এডভোকেট রিনা পারভীন ও ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ, গাজীপুর সদর
উপজেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক ফৌজিয়া আসমতসহ অন্যান্য
কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সবুজ বলেন, প্রধানমন্ত্রী মানুষের স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার জন্য যেভাবে প্রত্যেক গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক গড়ে তুলছেন তারই আদলে আমাদের মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য পিরুজালী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে।
COMMENTS