এম এ কবির: গাজীপুর সিটিতে ৪ শতাধিক যুবক টঙ্গী, স্টেশন রোড, বড়বাড়ি, কলেজগেট, বোর্ড বাজার, ভোগড়া, চৌরাস্তা, জয়দেবপুর, রাজেন্দ্রপুর, নাওজোড়, কোনাবাড়িসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনে বিগত কয়েক বছর ধরে পুলিশকে সহযোগিতা করে যাচ্ছেন।
গাজীপুরে জাহাঙ্গীর আলমের পরিচালিত একটি ‘শিক্ষা ফাউন্ডেশন’ আছে। ব্যবসা করে উপার্জিত টাকা এবং বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনের কাছ থেকে পাওয়া অনুদানে ফাউন্ডেশনের দাতব্য কাজ পরিচালিত হয়। যানজট নিরসনের এ উদ্যোগে বেতন বাবদ মাসে ব্যয় প্রায় অর্ধকোটি টাকা। এ ব্যাপারে জাহাঙ্গীর আলম নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন, এ ক্ষেত্রে তার মাসিক ব্যয় ৫০ লাখ টাকার মতো।
নগরীর ধীরাশ্রম এলাকার বাসিন্দা ট্রাফিক সহকারী মারুফ বলেন, মেয়রের এত বড় শাস্তি হবে আমরা কল্পনাও করিনি। তিনি গাজীপুরের জন্য অনেক কিছু করেছেন। ট্রাফিক সহকারীর দায়িত্ব পালনকারী ৯৫ শতাংশ যুবক গাজীপুরের বাসিন্দা। এসব যুবকদের কর্মসংস্থান করে দিয়েছেন। মেয়রের অডিও ভাইরাল হওয়ার পর গত দুই মাস ধরে আমরা বেতন পাইনি। দু-এক দিনের মধ্যে বেতন দিয়ে দিবে। তবে সত্যি বলতে আমাদের কাজের এখন তেমন আগ্রহ নেই, আমরা অনেকটাই হতাশ।
ট্রাফিক সহকারীর দায়িত্ব পালনকারী ৯৫ শতাংশ যুবক গাজীপুরের বাসিন্দা। এসব যুবকদের কর্মসংস্থান করে দিয়েছেন।
মেয়র দল থেকে বহিষ্কার হয়েছেন। দলীয় পদে নির্বাচিত হওয়ায় সংকটে রয়েছে মেয়র পদও। মেয়রের এ সংকটকালীন সময়ে শঙ্কায় ৪ শতাধিক ট্রাফিক সহকারী।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS