বহুল আলোচিত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে সিদ্ধান্ত আসছে বিকেলে। আজ ১৯শে নভেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় সভায় এই বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধান বের করার কথা রয়েছে।
গত কয়েক মাস ধরেই একটি কল রেকর্ডকে কেন্দ্র করে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে গাজীপুরে। ইতোমধ্যে মহানগর আওয়ামীলীগ সহ অন্যান্য সংঠন গুলোর মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এমন অবস্থার দ্রুত সমাধান চায় নেতাকর্মী সহ সাধারণ জনগন।
২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে আলোচনায় আসেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম।
নগরের ৫৭ টি ওয়ার্ডে সড়ক নির্মানের প্রায় ৮০ ভাগ কাজ শেষ করেছেন মাত্র ৩ বছরে। মহানগরের সকল মসজিদের ইমাম দের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাসিক ভাতা প্রদানের নজির স্থাপন করেছেন জাহাঙ্গীর আলম। এছাড়া ডেংগু, করোনা এসকল মহামারিতে দ্রুত পদক্ষেপ গ্রহন করে সারাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছেন গাসিক সিটি মেয়র।
এসব বিষয় চিন্তা করেই জাহাঙ্গীর আলমের উপর ভরসা করছেন নগরেস উন্নয়ন প্রত্যাশী সাধারণ জনগন।
আজ আওয়ামীলীগের সভা শেষে সবুজ সিগনেল পেয়েই আবার গাজীপুরের উন্নয়নে মনোযোগ দিবেন তিনি, এমনই আশাবাদ ব্যাক্ত করেছেন নগরবাসী।
COMMENTS