গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার ও সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর এবার সন্ত্রাসী হামলায় একজন ওয়ার্ড সচিব গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গাজীপুর সিটি করপোরেশন ওয়ার্ড সচিব কল্যাণ পরিষদের সভাপতি ৩৬নং ওয়ার্ড সচিব ও ৩৮নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. আনোয়ারুল করিম জুয়েল জানান, গতকাল সকালে তার ওপর ন্যক্কারজনক হামলা চালিয়ে হাতুড়ি, লোহার রড, ইট দিয়ে তার দুই পা ভেঙে দিয়েছে।
তিনি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আনোয়ারুল করিম জুয়েল আরও জানান, তিনি সিটি করপোরেশনের থেকে সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমকে ভালোবেসে আমার ফেসবুকের প্রোফাইল পিকচার ও কভার ফটো এখনো পরিবর্তন করেননি এবং এখনো কেন জাহাঙ্গীর আলমের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে এবং সকালে মৈরান এলাকায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ইটের গাড়ি জোর করে অন্য জায়গায় নিয়ে যেতে চাইলে আমি বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় জামানসহ অজ্ঞাতনামা ১০/১২ জন তার ওপর বর্বর হামলা চালায়। হামলাকারীরা ঠিকাদার আতাউর রহমানের ইটের গাড়ি জোরপূর্বক অন্যত্র নিয়ে যাচ্ছিল এবং আতাউর রহমানের অনুরোধেই জুয়েল তাদের বাধা দেয়। এ সময় হামলাকারীরা জুয়েলকে মেয়র জাহাঙ্গীরের দালালসহ নানা ধরনের গালাগাল দিয়ে হামলা করে দুই পা গুঁড়িয়ে দিয়ে তার সঙ্গে থাকা টাকা পয়সা মোবাইল ফোন এবং ইটের গাড়ি নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে প্রথমে বোর্ডবাজারে সুলতান মেডিকেলে পাঠায়। সেখানে থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
তার দাবি, জাহাঙ্গীর আলমের পক্ষে থেকে কাজ করায় তার ওপর নির্মমভাবে হামলা চালানো হয়েছে। এ ছাড়াও নানা মহল থেকে এর আগে তাকে নানা ধরনের হুমকি দেয়া হয়েছিল।
COMMENTS