টঙ্গীতে অপহরণের ৯ ঘণ্টা পর মো. মুসা (১০) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে দুই অপহরণকারীকে।
মঙ্গলবার দুপুরের দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার দুইজন হলেন, জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালেরচর (দালাল পাড়া) গ্রামের মিনহাজ (১৯) ও একই গ্রামের সুমন মিয়া (২০)। তথ্য প্রযুক্তির সহায়তা টঙ্গী কলেজ রোডের একটি বাসার ছাদ থেকে সোমবার (১৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে শিশু মুসাকে উদ্ধারসহ এ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
উপ-পুলিশ কমিশনার ইলতুৎ মিশ জানান, পশ্চিম থানাধীন রসুলভাগ এলাকা থেকে কোচিং করে বাসায় আসার পথে মুক্তার বাড়ি রোড এলাকা থেকে অপহরণ করা হয় শিশু মুসাকে। পরে শিশুটিকে দিয়ে তার বাবা মতিউর রহমানকে মুঠোফোনে কল দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরে তথ্য প্রযুক্তির সহায়তা তাদের গ্রেপ্তার করে পুলিশ।
Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS