গাজীপুর মহানগরের ৩১নং ওয়ার্ডে ভারারুল বটতলা এলাকায় ২টি গরুসহ একটি প্রাইভেট গাড়ী উদ্ধার করেন স্থানীয় এলাকাবাসী, আটককৃত গরু ও প্রাইভেট কারসহ নগরীর সদর থানা পুলিশের কাছে বুঝিয়ে দেন স্থানীয় এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ ভোরে প্রকৃতির ডাকে লোকজন রাস্তায় বের হলে গাড়ীর চালক লোকজন দেকে গাড়ীটি রেখে পালিয়ে যায়।
এসময় গাড়ীর ভিতরে প্রাইভেটকারে মালিক সমিতির একটি আইডি কার্ডসহ ওই গাড়ীর মালিকের কাগজপত্র এবং ১৬ মন ওজনের ৩ টি দেশীয় গরু রাস্তায় রেখে পালিয়ে যায় গরু সেই চোর।
পরে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে গরুগুলো গাজীপুর মেট্রো সদর থানায় নিয়ে যায়। গরুগুলো বর্তমানে গাজীপুর সদর মেট্রো থানার এস আই মোঃ সামীর খানের হেফাজতে আছে। সদর থানার এসআই সামীর খান বলেন গরুর প্রকৃত মালিকের সন্ধ্যান পেলে গরু দুইটি মালিককে বুঝিয়ে দেওয়া হবে। উল্লেখ যে একটি গাভীন গরুও আছে গরুটি খুবই অসুস্থ যে কোন সময় মারা যেতে পারে।
COMMENTS