গাজীপুরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। শনিবার (২৮ মে) জয়দেবপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে এ উপহার সামগ্রি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন এবং জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের শিশুদেরও এমন ভাবে প্রস্তুত করতে হবে, যেন আমাদের শিশুরা মানুষের মতো মানুষ হয়ে তারাও বড় হয়ে অন্যকে সাহায্য করতে পারে।
অনুষ্ঠানে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া, প্যানেল মেয়র আয়েশা আক্তার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য দিলরুবা ফাইজিয়া, কাউন্সিলর শাহজাহান মিয়া সাজু, হাসান আজমল ভূইয়া, বিদ্যালয়ের সভাপতি সুদীপ কুমার চক্রবর্তী, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ কাজল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন নেছা প্রমুখ উপস্থিত ছিলেন।
COMMENTS