গাজীপুর মহানগরের সালনার কোনাপাড়া, পোড়াবাড়ি ও মোল্লাপাড়া এলাকায় গত তিন দিনে ৩০জন পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী-পুরুষ ছাড়াও শিশু রয়েছে।
স্থানীয় রেডিয়াম কিন্ডারগার্টেন এন্ড স্কুলের প্রধান শিক্ষক নাসরিন ইসলাম জানান, গত তিনদিন ধরে গাজীপুর মহানগরের ২৩ নং ওয়ার্ডের পোড়াবাড়ি ও কোনাপাড়া এবং ১৯নং ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকায় পাগলা কুকুরের উপদ্রবের খবর পাওয়া গেছে। এসব এলাকার ৩০জনের মতো নারী পুরুষ ও শিশু পাগলা কুকুরে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে স্কুলের প্রথম শ্রেণির ছাত্র মোরশেদ, তৃতীয় শ্রেণির ছাত্রী সায়মা, চতুর্থ শ্রেণির ছাত্র সালমান, তৃষা, রিমিসহ পাঁচ শিক্ষার্থীকে পাগলা কুকুরে কামড়েছে। তাদের জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেয়া হয়েছে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।
১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. তানবীর হোসেন জানান, পোড়াবাড়ি এলাকায় লোকমুখে পাগলা কুকুরে মানুষকে কামড়ানোর কথা শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাওলানা মো. মঞ্জুর হোসেন জানান, একটি পাগড়া কুকুরে উত্তর সালনা এলাকার কয়েকজনকে আক্রমণ করলে দুইদিন আগে এলাকাবাসী সেটি মেরে ফেলেছে। আরও পাগলা কুকুর রয়েছে কী-না তা খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ফুড এন্ড স্যানিটেশনের ইন্সপেক্টর মলয় কুমার দাস জানান, উচ্চ আদালতের নির্দেশে কুকুর নিধন বন্ধ রয়েছে। তবে কয়েক বছর আগে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে গাজীপুরে দুই দফায় কুকুর বন্ধাকরণ প্রকল্প হাতে নেয়া হয়েছিল। কিন্তু সেটাও এখন বন্ধ রয়েছে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS