এম এ কবির: জেলা পরিষদ নির্বাচনে গাজীপুরে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন মোল্লা। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৩৬০ ভোট। অন্যদিকে আনারস প্রতীকে ২৬৭ ভোট পেয়ে হেরেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোকসেদ আলম।
দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকছেদ আলমকে দলের সব ধরনের পদ থেকে সম্প্রতি অব্যাহতি দেওয়া হয়।
নির্বাচনের রিটার্নিং অফিস সূত্রে খবর, সোমবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে গাজীপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টা থেকে। বিরতিহীন ভাবে চলে বেলা ২টা পর্যন্ত। জেলার ছয়টি কেন্দ্রে মোট ৬৩৬ জন ভোটারের মধ্যে ৬২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ ৪৮৪ জন এবং মহিলা ১৫২ জন। নির্বাচনে সাধারণ ওয়ার্ড ছিল পাঁচটি, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সংখ্যা ছিল দুটি।
তিনি আরও জানান, গাজীপুর সদর উপজেলার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩২ জন, কালিয়াকৈরের চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাইস্কুল কেন্দ্রে ১৩১ জন, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে-১৫২জন এবং শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে-২৬৮ জন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪৬ জন এবং কালীগঞ্জে বালীগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৭ জন ভোট দেন।
COMMENTS