ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিল। একমাত্র দল হিসেবে তাদের ঝুলিতে আছে ৫ টি বিশ্বকাপ শিরোপা। সেই ব্রাজিলই কোনদিন জিততে পারেনি ইউরোপীয়ান দল নরওয়ের সাথে। আন্তর্জাতিক ফুটবলে এখনো পর্যন্ত মুখোমুখি হওয়া প্রত্যেকটি দলকেই পরাজয়ের স্বাদ দিয়েছে ব্রাজিল। হোক সেটি লাতিন সুপার পাওয়ার আর্জেন্টিনা বা ইউরোপের জার্মানি। সব দলকেই হারানোর স্মৃতি আছে হলুদ জার্সি পরিহিত এই দলের।
কিন্ত মাত্র একটি দলকে এখনো পর্যন্ত কোন দিন হারাতে পারেনি ব্রাজিল। আন্তর্জাতিক ফুটবলে চারবার নরওয়ের বিপক্ষে মাঠে নামলেও একবারও জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি তাদের। ব্রাজিল-নরওয়ে ম্যাচের পরিসংখ্যান দেখে নিন-ঃ মোট ৪ ম্যাচ খেলে একবারও জিততে পারেনি ব্রাজিল। ২ ম্যাচে জয় পায় নরওয়ে আর বাকি ২ ম্যাচ ড্র হয়।
সর্বপ্রথম ১৯৮৮ সালের ২৮ জুলাই মুখোমুখি হয়েছিলো এই দুই দল। যেখানে ১-১ গোলের সমতায় শেষ হয়েছিলো ম্যাচ। এরপর ১৯৯৭ এবং ১৯৯৮ সালে হওয়া দুই ম্যাচেই জয়লাভ করে নরওয়ে। প্রথম ম্যাচে ৪-২ গোলের বড় ব্যবধানের জয়ের পরের ম্যাচে ২-১ গোলের জয় পায় ইউরোপের দলটি। সর্বশেষ ম্যাচে ২০০৬ সালের ১৬ই আগস্ট মুখোমুখি হয় দল দুটি। যেখানে ১-১ গোলে ড্র করে তারা।
এদিকে ফুটবল ইতিহাসে সোনালী অতীত রয়েছে ব্রাজিলের। ফুটবলের জন্য পরিচিতি পাওয়া এই দেশে অনেক ফুটবল লিজেন্ড রয়েছে। তাদের মধ্যে অন্যতম পেলে, রোনাল্ডো , রোনালদিনহো , রোমারিও , গারিনচ্চা, কাকা প্রমুখ। ব্রাজিল ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ওয়ার্ল্ডকাপ জিতেছে। মোট ৫ বার ( ১৯৫৮, ১৯৬২,১৯৭০, ১৯৯৪, ২০০২ ) এর মধ্যে তিনবারই জিতেছে পেলে।
পেলে একমাত্র খেলোয়াড় যে তিনটা বিশ্ব কাপ জিতেছে। ব্রাজিলের হয়ে পেলের ৭৯ টি গোল রয়েছে। ব্রাজিল একমাত্র দেশ যারা সবগুলি ফিফা ওয়ার্ল্ডকাপ এ অংশগ্রহণ করেছে। ব্রাজিল ফুটবলে সাম্বা স্টাইলের জন্য বিখ্যাত। নরওয়ে একমাত্র ফুটবল টীম যাদেরকে ব্রাজিল কখনো হারাতে পারেনি। দুই দলের মোট ৪ বার দেখা হয়েছে। ৩ টা আন্তর্জাতিক ফ্রেন্ডলি আর একটা ১৯৯৮ এ ফিফা ওয়ার্ল্ডকাপ এ। মোট ৪ বরে ২ বার ব্রাজিল হেরেছে আর ২ বার ড্র করেছে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS