আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমতাশীল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন। শুক্রবার আওয়ামী লীগ থেকে এ তথ্য জানানো হয়।এদিকে সম্মেলন তারিখ নির্ধারণ হওয়ায় আর কোন কমিটি দিতে পারবেনা কেন্দ্রীয় ছাত্রলীগ।এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগের সন্মলনের তারিখ নির্ধারণ করা হয়েছে আর সম্মেলন নির্ধারণ হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি দেওয়ায় ক্ষমতা বিলুপ্ত হয়েছে। শুধু ছাত্রলীগ নয় সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ায় মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের কমিটি দেওয়ার ক্ষমতা বিলুপ্ত হয়েছে।এ জন্য কেন্দ্রীয় কমিটি চাইলে যে কোন যে কোন ইউনিটের কমিটি দিতে পারবে না।
প্রসঙ্গত, বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন আগামী ৩ ডিসেম্বর ও যুব মহিলা লীগের সম্মেলন ২৬ নভেম্বর এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগ এ তারিখ নির্ধারণ করা হয়েছে।
ছাত্রলীগের সর্বশেষ ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত হয়েছে। ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী।পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ‘ভারমুক্ত’ করা হয়। এরপর থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জয়-লেখক।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS