গাজীপুর মহানগরীর কোনাবাড়ি নতুন বাজার ঝুট গোডাউনের একাংশে তৈরি হচ্ছে অবৈধ ডিটারজেন্ট পাউডার। এতে দূষিত হচ্ছে পরিবেশ। পাশাপাশি এখানে তৈরি মানহীন ডিটারজেন্ট পাউডার বাজারজাত করায় সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানায় ডিজিটাল পাউডার প্রস্তুত করে বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে। লাইসেন্সবিহীন এ কারখানায় মজুদ রাখা হয় নিষিদ্ধ অ্যাসিড। এর দুর্গন্ধে দূষণ হচ্ছে পরিবেশ। আশপাশে বহু ঝুটের গোডাউন রয়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
সরেজমিন দেখা যায়, চারিপাশে ঝুটের গোডাউন। মাঝখানে টিনের রুমে গড়ে উঠছে ডিটারজেন্ট পাউডার কারখানা। কয়েকজন কিশোর ও যুবকেরা সেখানে নোংরা পরিবেশে তৈরি করছে ডিটারজেন্ট। ব্যবসা পরিচালনার জন্য নেই ট্রেড লাইসেন্স কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।
ওই কারখানা শ্রমিক আব্দুর রহিম বলেন, ঢাকা থেকে ৮ টাকা পিস মোড়ক ও প্যাকেট কিনে আনা হয়। পরে ওই প্যাকেটে ডিটারজেন্ট ভরে গাজীপুরের বিভিন্ন স্থানে বাজারজাতকরণ করা হয়।
ওই কারখানার আরেক শ্রমিক আলিম বলেন, ‘এটা অবৈধ নাকি বৈধ আমরা কিছু জানি না। পাউডার এনে দেয়, আমরা সেগুলো দিয়ে ডিটারজেন্ট পাউডার তৈরি করি। পরে মার্কেটিং এর লোকজন বাজারে বিক্রি করে।’
ওই কারখানার মালিক সুলতান বলেন, ‘আমরা ডিটারজেন্ট পাউডার উৎপাদন করি।’ কিন্তু উৎপাদনের অনুমতি আছে কি-না এমন প্রশ্ন এড়িয়ে যান। কাগজপত্র দেখতে চাইলে কয়েক দিন সময় চান। এছাড়াও নিউজ না করার জন্য বিভিন্ন মানুষের মাধ্যমে অনুরোধ করেন।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়া জানান, এস আর কসমেটিকস নামে প্রতিষ্ঠান যে ডিটারজেন্ট পাউডার তৈরি করে তার খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিএসটিআই এর অনুমোদন আছে কি-না এটিও দেখা হবে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS