গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি স্ত্রীকে হেরোইন দিতে গিয়ে আমিনুল খন্দকার (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে তাকে তল্লাশির পর আটক করা হয় বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। আমিনুল খন্দকারের স্ত্রী শম্পা পারভীন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি।
পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে বন্দি রয়েছেন শম্পা পারভীন। মঙ্গলবার বিকেলে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তার স্বামী আমিনুল। স্ত্রীকে দেওয়ার উদ্দেশ্যে পকেটে পাঁচ পুড়িয়া হেরোইন নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন তিনি। প্রবেশের আগেই প্রধান ফটকে তার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার পকেট থেকে হেরোইন জব্দ করা হয়। পরে তাকে আটক করে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, অভিযুক্ত আমিনুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আগামীকাল তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS