প্রথমবারের মত সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
শনিবার (১৯ নভেম্বর) জয়দেবপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নতুন নেতৃত্ব বাছাই করেন দলটির কেন্দ্রীয় নেতারা। বিকাল ৫টার দিকে নতুন নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এতে সভাপতি পদে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান পুনর্নিবাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক আতাউল্লাহ মণ্ডল।
শনিবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। এতে গাজীপুরের প্রতিটি উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পর মহানগর আওয়ামী লীগ শাখার এটিই প্রথম সম্মেলন। এর আগে, ২০১৫ সালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি গঠিত হয়।
COMMENTS