কাতার বিশ্বকাপের শেষ ষোলোর বাঁধা পেরিয়ে কাল কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
১৯৮৬ সালে ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর থেকে দীর্ঘ ৩৬ বছরে সোনালি ট্রফি ঘরে নিতে পারেনি আলবিসেলেস্তেরা। মেসির হাত ধরে ২০১৪ বিশ্বকাপে শিরোপার খুব কাছ থেকে ছিটকে যাওয়া আকাশি নীলদের চোখ এবার শিরোপায়। দল নিয়ে এবার বেশ আশাবাদী আকাশি-নীলদের নেতা মেসি।
এদিকে আর্জেন্টিনার বিপক্ষে খেলার আগে স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের চিন্তা ও কৌশলের শুরুতে নাম থাকে লিওনেল মেসি। তবে কঠিন পরীক্ষার সামনে আলবিসেলেস্তেরা। নেদারল্যান্ডস অবশ্য ভিন্ন কৌশলে এগোতে চায়, ম্যাচের একদিন আগে ডাচ ডিফেন্ডার ন্যাথান আকে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।
অপরদিকে চলতি বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ লিওনেল মেসির। তাই নিজের পঞ্চম বিশ্বকাপে আক্ষেপ ঘুচাতে চান আর্জেন্টাইন তারকা। মরুর বুকে বিশ্ব আসরের মঞ্চে দারুণ ফর্মে আছেন ৩৫ বছর বয়সী ফুটবল ছন্দের জাদুকর।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS