গাজীপুরের কালিয়াকৈরে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আজ (২৬ ডিসেম্বর) রবিবার সারাদিন ব্যাপী নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপিত হয়েছে।
গির্জা প্রাঙ্গণ গুলো থেকে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় এবার প্রায় ২৪টি গির্জা ও খ্রিস্টান পল্লীতে ধর্মীয় উৎসব বড়দিনকে কেন্দ্র করে বাড়ি গুলোকে সুন্দর সজ্জিত ভাবে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। অতিথিদের আপ্যায়নের জন্য বাড়িতে বাড়িতে তৈরি করা হচ্ছে রকমারি পিঠা। গির্জা ও পল্লি গুলোকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন ঝঁলমলে আলোকসজ্জায়। প্রতিটি খ্রিস্টান পল্লীতে উৎসব পালনে নানা আয়োজন করা হয়েছে, উৎসব আনন্দ নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় খ্রিস্ট ধর্মালম্বীদের। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান, কালামপুর, হবুয়ারচালা, নিশ্চিন্তপুর, বৈথনিয়া, রামপুর, বগারপুরসহ বিভিন্ন গীর্জায় বড়দিন পালন করা হয়। সবচেয়ে বেশি আনন্দ বিরাজ করছে শিশু-কিশোরদের মাঝে। এর আগে গত ২১ডিসেম্বর উপজেলার ২৪টি গীর্জায় ১২মেট্রিক টন চাল বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক এমপি।
বড়দিন উদযাপন উপলক্ষে সীনয় ব্যাপ্টিস্ট চার্চের পালক যোহন বর্মন বলেন, বাড়িতে বাড়িতে কেক, আর পিঠাপুলির আয়োজন করা হয়েছে। উৎসবের আলোয় নিজেদের রাঙিয়ে তুলতে আমরা সবাই ব্যস্ত।
ইভানজেলিক্যাল চার্চের সভাপতি বাপ্পি খৃষ্টদাস বলেন, বড়দিনে আমাদের প্রার্থনা হচ্ছে মানুষের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ গাঢ় হয়, পৃথিবী থেকে যেন অস্থিরতা দূর হয় এবং সবার মধ্যেই যাতে শান্তি বিরাজ করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, বড়দিনকে ঘিরে সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি গীর্জায় পুলিশ নিরাপত্তা দিচ্ছি ও টহল পুলিশও থাকবে। আশা করি নিবিঘ্নে বড় দিনের উৎসব সম্পন্ন হবে। পরে বিভিন্ন চার্চে কেক কেটে যীশু খ্রীষ্টের জন্মদিন পালনের মধ্য দিয়ে বড়দিনের অনুষ্ঠান শেষ হয়।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS