কাতার বিশ্বকাপের শেষ ষোলোর বাঁধা পেরিয়ে শুক্রবার কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
বিশ্বকাপে টানা আটবার কোয়ার্টার ফাইনালে খেলছে ব্রাজিল। অপরদিকে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার তৃতীয়বারের মতো শেষ আটে।
এদিকে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখে তিতের দল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ব্রাজিল।
অপরদিকে জলাতকো দালিচের ক্রোয়েশিয়া ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়। শেষ ষোলোতে জাপানের বিপক্ষে পেনাল্টি শুটআউটে ৩-১ গোলে জিতে শেষ আটে পা রাখে ক্রোয়েটরা।
২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুদলের। দুটি ম্যাচই জয় পায় ব্রাজিল। সব মিলে চারবারের দেখায় ব্রাজিল কখনও ক্রোয়েশিয়ার কাছে হারেনি। এবার মরুর বুকে প্রথম বিশ্বকাপে সেলেসাওদের প্রতিপক্ষ ইউরোপের দল ক্রোয়েশিয়া। তাই এ ম্যাচের আগে অতীত কিছু ইতিহাস চোখ রাঙাচ্ছে তিতের শিষ্যদের। বিশ্বমঞ্চে গত ২০ বছর ধরে নকআউটে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি সেলেসাওরা।
২০০২ বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এরপরই বিশ্বমঞ্চের নকআউটে বার বার থমকে গেছে ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন। সর্বশেষ চার বিশ্ব আসরের তিনটিতে কোয়ার্টার ফাইনাল খেলে ব্রাজিল। সেখানে ইউরোপের দলের কাছে হেরেই বিদায় নিতে হয়েছে। আজ দেখা যাবে ইউরোপের ২০ বছরের বাধা ব্রাজিল পেরোতে পারে কিনা।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS