কাতার বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে ৫বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল প্রতিপক্ষ রাশিয়া বিশ্বকাপের রানারআপ ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বে দুই দলই বেশ ভালো খেলে নক আউটে জায়গা করে নেয়। রাউন্ড অফ সিক্সটিনে জাপানকে হারিয়ে শেষ আটে আসে ক্রোয়েটরা। অন্যদিকে দুর্বল প্রতিপক্ষ এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসে ব্রাজিল।
আজ সেমিফাইনালের লক্ষ্যে দক্ষিণ আমেরিকার দেশ মাঠে নামবে ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার বিপক্ষে। দুই দলের একাদশ কেমন হতে পারে তা নিয়ে সমর্থকদের রয়েছে আগ্রহ। দেখে নেওয়া যাক কেমন হবে দুই দলের একাদশ।
হিপ ইনজুরির কারণে ব্রাজিলের লেফট ব্যাক আলেক্স সান্দ্রোর খেলা নিয়ে রয়েছে শঙ্কা। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ট্রেইনারের সঙ্গে একান্ত অনুশীলন করেছেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে না পারা সান্দ্রো। গুঞ্জন রয়েছে সান্দ্রোর পরিবর্তে লেফট ব্যাকে একাদশে সুযোগ পাবেন দানিলো। ডিফেন্ডার মিলিতাওকে দেখা যেতে পারে অন্য প্রান্তে। গোলভারের দায়িত্ব সামলাবেন আলিসন বেকার। বাদ বাকি সব জায়গায় দক্ষিণ কোরিয়ার ম্যাচে খেলা খেলয়াড়দের দেখার সম্ভাবনা প্রচুর।
অন্যদিকে ক্রোয়েট শিবিরে নেই কোন ইনজুরির হানা। তাই জাপানের বিপক্ষের একাদশকেই দেখা যেতে পারে ব্রাজিলের বিপক্ষেও।
দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশঃ
ব্রাজিলের সম্ভাব্য একাদশঃ আলিসন, মিলিতাও, থিয়াগো সিলভা, মারকুইনহোস, দানিলো, কাসেমিরো, পাকুয়েতা, রাফিনহা, নেইমার, ভিনিসিউস জুনিয়র ও রিচার্লিসন।
ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ: লিভাকোভিচ, জুরানোভিচ, লভরেন, জিভারদিওল, সোসা, কোভাচিচ, ব্রোজোভিচ, মদরিচ, ক্রামারিচ, পেতকোভিচ, পেরিসিচ।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS