‘জয়িতা অন্বষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতাতায় গাজীপুরের কালীগঞ্জে জয়িতা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অফিস ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান।
জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, সম্পা নন্দী প্রমুখ।
আলোচনা শেষে “অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী” ক্যাটাগরিতে উপজেলার সম্পা নন্দীকো শ্রেষ্ঠ জয়িতা সম্মানে ভূষিত করা হয়। এ সময় তার হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।
COMMENTS