মহান বিজয় দিবস উপলক্ষে কাশিমপুর কারাগারের বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছেন কারাগারের কর্মকর্তা-কর্মচারী ও বন্দিরা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে কারা কর্মকর্তা ও কর্মচারীরা একটি র্যালি বের করেন। বন্দিরা কারাগারের হলরুমে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধকসহ বিভিন্ন ধরনের গান করেন।
কারাগার সূত্রে জানা যায়, বিজয়ের দিনে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। সকালে বন্দিদের পায়েস, মুড়ি ও মিষ্টি দেওয়া হয়। দুপুরে পোলাও, গরু ও মুরগির মাংস, সালাদ, পান সুপারি দেওয়া হয়েছে। আর রাতে থাকছে সাদা ভাত ও রুই মাছের মুড়িঘণ্ট। এছাড়া বন্দিদের স্বজনদের ঘরে তৈরি করা বিশেষ খাবারও তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে আজকের দিনে বন্দিদের নিজেদের মতো করে চলা ও আনন্দ করার সুযোগ দেওয়া হয়েছে। তারা কারাভ্যন্তরে দিনব্যাপী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গেয়ে নিজেদের মধ্যে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেছেন। এছাড়া বন্দিদের জন্য সকাল, দুপুর ও রাতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।’

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS