রাজধানী ঢাকায় চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি শান্তিপূর্ণভাবে রাজনৈতিক সভা-সমাবেশের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে হতাহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে মার্কিন দূতাবাস।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে উদ্বেগের কথা জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার প্রতিবেদনে উদ্বিগ্ন। আইনের শাসনকে সম্মান করার এবং সহিংসতা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন দূতাবাস গতকাল (বুধবার) ঢাকায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
পিটার হাস বলেন, আমরা সরকারকে সহিংসতার এই প্রতিবেদনগুলো তদন্ত করতে এবং মতপ্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে উৎসাহিত করছি।
বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসের ব্যাপক সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
এদিকে সংঘর্ষের পর বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ পাঁচ শতাধিক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ঘটনার পর থেকে বিএনপি কার্যালয়ে ব্যাপক তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS