গাজীপুর মহানগরের টঙ্গী থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি টঙ্গী থানায় মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটায় টঙ্গী পূর্ব থানাধীন নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (অপরাধ) মাহবুব উজ্জামান।
গ্রেফতারকৃতরা হলো- চাঁদপুরের মতলব উপজেলার লাবারকান্দি গ্রামের আবুল হাশেমের ছেলে জসিম (৩০), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসী (পঞ্চপীর) গ্রামের শামিমের ছেলে নয়ন (২১), একই উপজেলার বনগ্রাম গ্রামের চাঁন মিয়া শেখের ছেলে আহম্মেদ শরীফ (২২), গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব গ্রামের বাদল মিয়ার ছেলে সোহরাব @ ইমরান (৩০) এবং ব্রাক্ষ্মণবাড়ীয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের ইউসুফের ছেলে মারুফ (২৩)।
তারা টঙ্গীর বিভিন্ন এলাকায় ভাড়া থেকে ডাকাতি ও ছিনতাই করে বেড়াতো।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, টঙ্গী পূর্ব থানাধীন রেল স্টেশন (নোয়াগাঁও) এলাকায় কয়েক যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালায় পুলিশ। এ সময় ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি রামদা, দুইটি চাপাতি, দুইটি ছোরা উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, গ্রফতারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে দীর্ঘদিন ধরে টঙ্গীর স্টেশন রোড, নতুন বাজার এবং টঙ্গী বাজারসহ মহাসড়কে ডাকাতি করতো। সেইসঙ্গে সড়কে চালাচলকারীদের অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল, টাকা, স্বর্ণালঙ্কার ছিনতাই করে নিতো। তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় ডাকাতি মামলা রয়েছে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS