অর্জিত ছুটির বকেয়া পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গাজীপুরের ইমন ফ্যাশন পোশাক কারখানার শ্রমিকেরা।
রবিবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা গাজীপুর মহানগরের শিববাড়ী-শিমুলতলী সড়কের বটতলা মোড়ে সড়ক অবরোধ করে শ্রমিকেরা। এতে সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের দুর্ভোগে পড়ে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছুটির টাকার জন্য তারা কয়েকদিন যাবত কারখানা কৃর্তপক্ষের কাছে দাবি জানিয়ে আসিছিল শ্রমিকরা। কর্তৃপক্ষ বিলম্ব করায় রবিবার সকাল ৯টার দিকে তারা কাজ বন্ধ করে শিববাড়ী-শিমুলতলী সড়কের বটতলা মোড়ে এসে শান্তিপূর্ণ অবস্থান নেয়। এ সময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর তারা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নেয় বলে জানান ওসি।
COMMENTS