গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যুর ঘটনায় কারারক্ষী রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত ও দুই সহকারী কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ওই দুই সহকারী কারারক্ষীর পরিচয় প্রকাশ করেনি কারা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম নামের এক কয়েদির মৃত্যু হয়। নজরুল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাবদা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে। তার হাজতি নম্বর ৪৯৭৬/এ।
কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
জেল সুপার বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টায় নজরুল কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
জেল সুপার আরও বলেন, ‘নজরুল মানসিক রোগে ভুগছিলেন। কারাগারে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
গাজীপুরের নিবার্হী মাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ বলেন, ‘মৃতের সুরতহালের সময় দেখা যায় গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS