গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বসুগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিকের নিহত হয়েছেন। ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিকে ঢাকা-চট্টগ্রাম (টঙ্গী-ভৈরব) রেল রুটে এই দুর্ঘটনা ঘটে।
ট্রেনে কাটা পড়ে দুই শ্রমিক নিহতের বিষয়টি প্রাইম সুয়েটার লিমিটেডের অ্যাডমিন মাহবুবর রহমান উজ্জ্বল নিশ্চিত করেছেন।
নিহতদের একজন হলেন—গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার তিনথোপা এলাকার আব্দুল রহিমের ছেলে মিলন মিয়া (১৯) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের নুরু মিয়ার মেয়ে ঝর্ণা আক্তার (২৮)।
স্থানীয়রা জানান, দুজনই নৈপাড়া এলাকার প্রাইম সুয়েটার লিমিটেড নামে এক পোশাক কারখানায় চাকরি করতেন। মিলন মিয়া সহকারী অপারেটর ও ঝর্ণা শ্রমিক হিসেবে কাজ করতেন। দুজনই গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় আলাদা আলাদা ভাড়া বাসায় থাকতেন।
এ ব্যাপারে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রথমে একজন নারী পোশাক কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনের মরদেহ স্বজনেরা নিয়ে গিয়েছিল। আমরা সেটি উদ্ধারের জন্য কাজ করছি।’

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS