গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ এখন সরিষা ফুলে ভরে গেছে। শীত সকালের কুয়াশা ভেদ করে জেগে উঠে সরিষা ফুলের হলুদ চাদরে ঢেকে রাখা ফসলের মাঠ। রং ছড়ানোর পাশাপাশি সরিষার হলুদ ফুলের গন্ধে ভ্রমণ পিপাসুদের মনকেও আকৃষ্ট করেছে। রঙ আর সুবাস মিলে প্রকৃতি সেজেছে অপরূপ সৌন্দর্যের নান্দনিক রূপে।
উপজেলা কৃষি অফিস জানায়, কালিয়াকৈর উপজেলার ১ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। এবার বর্ষার মৌসুমে নিম্নাঞ্চলের পানি নামতে বিলম্ব হওয়ায় কৃষকরা অসময়ে আবাদ করছে। যার ফলে ফসল ঘরে তুলতে কিছুটা সময় বেশি লাগার আশঙ্কা করা হচ্ছে। উপজেলার ফুলবাড়িয়া, মেদিয়াশুলাই, নামাশুলাই, গাবতলী, সৈয়দপুর, উত্তর রাজাবাড়ী, মহরবহ, শাহবাজপুর, বেলাবহ, বেনুপুর, আশাপুর, ঢালজোড়া, বাঙ্গুরী, বাহাদুরপুর, টালাবহ, বারবারিয়া, চাপাইর, সূত্রাপুর ও বামনদহ এলাকার সরিষার চাষ হয়েছে ব্যপকভাবে। চাষাবাদের শুরুতে সরকারের প্রণোদনা হিসেবে উপজেলা কৃষি অফিস ১ হাজার ৮০০ কৃষকদের মাঝে বিনামূল্যে প্রতি বিঘার জন্য ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেছেন।
সরিষার হলুদ ফুলে সেই সাথে মৌ মাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। সাজের বেলা বিভিন্ন এলাকার ভ্রমণ পিপাসু মানুষ সরিষা ফুলের সাথে ছবি তুলতে ছুটে আসছেন। ফুলের সুভাসে ছুটে আসছে মৌমাছি, সরিষা ফুলের মধু সংগ্রহ করে সমৃদ্ধ করছে তাদের মৌচাক।
উত্তর রাজাবাড়ী এলাকার কৃষক সোহাগ মিয়া জানান, “ সরিষা ফুলে ভরা মাঠ দেইখা আমার মনডা ভইরা গেছে। বৃষ্টি না হওয়ার কারনে সরিষার ফলন বেশি অইবো বলে মনে অইতাছে”।
গাবতলী এলাকার কৃষক আবুল কালাম জানান, “সরকার সময়মত আমাদের সরিষার বীজ ও সার দিয়ে সহযোগীতা করেছে। কৃষি অফিসের লোকজন বিভিন্ন সময় সরিষা ক্ষেত পরিদর্শন করছে এবং পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করছে”।
ঘুরতে আসা পর্যটক সুমাইয়া জানান, সরিষা ফুলের মাঠ দেখে মন ভাল হয়ে যায়। ফুলের ঘ্রাণ নিয়ে ফুলের সাথে ছবি তুলতে অনেক ভাল লাগছে।
কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, উপজেলায় ১৫ শত হেক্টর জমিতে সরিষা চাষ করা হচ্ছে। এবার নতুন কিছু এলাকায় চাষাবাদ শুরু হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলন ভাল পেতে আমাদের অফিস থেকে নিয়মিত কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS