চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ মার্চ) ভোর ৬টার দিকে হামলার বিষয়ে মাহি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব অভিযোগ করেন। এ সময় তার স্বামী রকিবও লাইভে ছিলেন।
ভোরে মহানগরীর বাসন থানাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ওই শোরুমে হামলার ঘটনা ঘটে।
লাইভে মাহিয়া মাহি জানান, ভোর ৫টার দিকে স্থানীয় ইসমাইল হোসেন লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে তাদের মালিকানাধীন সনিরাজ কার প্যালেস শোরুমে হামলা করা হয়। হামলাকারীরা শোরুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে দরজা জানালার কাঁচ, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর এবং শো রুমের সাইনবোর্ড খুলে নেয়। এ সময় তারা অফিস কক্ষ তছনছ করে ও টাকাপয়সা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে লোকজন ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মাহি। আরেকটি পোস্টে মাহি বলেন, ‘গাজীপুরের পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল দেড় কোটি টাকার বিনিময়ে আমাদের গাড়ির শোরুম দখল করে দিচ্ছে।’
পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ কলের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।’
তার বিরুদ্ধে মাহির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘মাহির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।’
মাহি ও তার স্বামী রকিব বর্তমানে ওমরা হজ পালনের জন্য সৌদি আরব অবস্থান করছেন। আগামীকাল শনিবার (১৮ মার্চ) তারা দেশে ফিরবেন বলে লাইভে জানান মাহি। এ ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
ফেসবুকে আরেকটি পোস্টে মাহি জানান, শনিবার বিকাল ৫টায় হামলার বিষয়ে সংবাদ সম্মেলন করবেন তারা। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ সংলগ্ন সনিরাজ কার প্যালেসে সংবাদ সম্মেলন হবে।
COMMENTS